শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা

শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা

শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার একটি উল্লেখযোগ্য আলিয়া মাদ্রাসা। এটি হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ নামক স্থানে অবস্থিত। শায়েস্তাগঞ্জকে সিলেট অঞ্চলের প্রবেশদ্বার বলা হয়ে থাকে।
মাওলানা মোজাফফর উদ্দিন করিমপুরী ১৯৩৭ সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত। দাখিল ও আলিম স্তরের পাঠদান ও পরীক্ষার কার্যক্রম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়ে থাকে।
বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল মুনয়িম আল হুসাইন

ইতিহাস

১৯৩৭ সালে সৈয়দ আনোয়ার কাশ্মীরির খলিফা হযরত মাওলানা মোজাফফর উদ্দিন করিমপুরী (রহ.) মাদ্রাসাটি প্রতিষ্ঠা করে নিজেই অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। প্রতিষ্ঠার সময় এলাকার দানশীল ব্যক্তিবর্গ ও ইসলামপ্রাণ সমাজপতিরা সহায়তা করেন।

প্রথম দিকে যাঁরা উল্লেখযোগ্য অবদান রেখেছেন—

মাওলানা রৌশন আলী (সাং মির্জাটুলা)

আকবর আলী তালুকদার (সাং লেঞ্জাপাড়া)

ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল আউয়াল (সাং বিরামচর)

ডা. মাহতাব উদ্দিন (সাং কুটিরগাঁ)

শিক্ষক হিসেবে বিনা বেতনে বা নামমাত্র বেতনে যাঁরা অবদান রেখেছেন—

মাওলানা ইরফান আলী (সাং হাফিজপুর)

মাওলানা আব্দুল আজিজ (পীর সাহেব, সাং উবাহাটা)

উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন (সাং উলুকান্দি)

মুফতি আব্দুল কাইয়ুম (সাং সুদিয়াখলা)

প্রথমে জনসাধারণের সহায়তায় মোট ২.৫২ একর জমির ওপর মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠার পরপরই ব্রিটিশ সরকারের স্বীকৃতি লাভ করে।

১৯৪০ সালের মধ্যে আসাম শিক্ষা বোর্ডের অধীনে ফাজিল স্তর পর্যন্ত অনুমোদন পায়।

২০০৬ সালে বাংলাদেশ সরকার কর্তৃক কামিল স্নাতকোত্তর স্তর পর্যন্ত অনুমোদন পায় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অধিভুক্ত হয়।

২০১৬ সালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এখানকার শিক্ষা কার্যক্রম সেই বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে আসে।

শিক্ষা কার্যক্রম
কামিল স্নাতকোত্তর পর্যায়-

১. কামিল হাদিস
২. কামিল ফিকহ
৩. কামিল তাফসির

ফাযিল স্নাতক পর্যায়

১. ফাযিল (পাস কোর্স)

২. ফাযিল (অনার্স) – আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ

আলিম (এইচএসসি সমমান)

১. সাধারণ বিভাগ

২. বিজ্ঞান বিভাগ

দাখিল (এসএসসি সমমান)

১. সাধারণ বিভাগ

২. বিজ্ঞান বিভাগ

৩. ব্যবসায় শিক্ষা

৪. মুজাব্বিদ বিভাগ

অধ্যক্ষের তালিকা

মাদ্রাসার প্রতিষ্ঠালগ্ন থেকে দায়িত্ব পালনকারী অধ্যক্ষবৃন্দের তালিকা নিচে দেওয়া হলো—

মাওলানা মোজাফফর উদ্দিন করিমপুরী (প্রতিষ্ঠাতা অধ্যক্ষ)

মাওলানা রায়হান উদ্দিন (সাং লাখাই)

মাওলানা আব্দুল লতিফি (সাং বানিয়াচং)

মাওলানা আব্দুর রহিম বড় হুজুর (সাং ইছামতি, সিলেট)

মাওলানা আব্দুল খালিক (সাং ভূগলি)

মাওলানা গোলাম ইজদানি পীর সাহেব (সাং লস্করপুরী)

মাওলানা বদরুল আলম খাঁন (সাং রিচি)