৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালন প্রসঙ্গে
শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার পক্ষ থেকে
সরকার প্রতিবছর ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করেছে। দিনটিতে দেশে সাধারণ ছুটি থাকবে এবং দিবসটি জাতীয় দিবসের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ দিবসের প্রেক্ষাপটে আমরা স্মরণ করি গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের ইতিহাস। তিন দিন পর, ৮ আগস্ট নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাই মাসজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটেই এ অভ্যুত্থান সংঘটিত হয়, যা ইতিহাসে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ নামে অমর হয়ে আছে।
এছাড়া সরকার ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ (‘খ’ শ্রেণিভুক্ত দিবস) হিসেবে ঘোষণা করেছে। তবে ৮ আগস্টকে আর ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালিত হবে না।
জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে মাসব্যাপী ‘জুলাই স্মৃতি উদ্যাপন অনুষ্ঠানমালা’ শুরু হয়েছে ১ জুলাই থেকে, যা চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।
আমরা, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা পরিবার, এ দিবসকে গভীর শ্রদ্ধা ও মর্যাদার সাথে পালন করছি। শহীদদের আত্মত্যাগের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা প্রত্যাশা করি, এ দিবস আমাদের শিক্ষার্থীদের সত্য, ন্যায়, নৈতিকতা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করবে এবং তারা জাতি ও সমাজের কল্যাণে এগিয়ে আসবে।
— শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা পরিবার
